প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার (২২ জুলাই) ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ এটির উন্মোচন করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। তায়ফুন ব্লক-৪ নামের এ মিসাইলটি মঙ্গলবার ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ উন্মোচন করা হয়। নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল তায়ফুনের হাইপারসনিক সংস্করণ।
তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুহাজার ৩০০ কেজি ওজনের তায়ফুন ব্লক-৪ মিসাইলটির দৈর্ঘ্য ৬ দশমিক ৫ মিটার এবং পরিসর ৮০০ কিলোমিটার।
রকেটসান এক বিবৃতিতে বলেছে, তায়ফুন ব্লক-৪ দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। ৭ টনের বেশি ওজনের এই নতুন সংস্করণটিবহুমুখী ওয়ারহেডের সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মতো অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম।
রকেটসান সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন ও উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
আত্মাকা : সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ ‘আকাটা’ সংযুক্ত এই ভয়ংকর অ্যান্টি-শিপ মিসাইলটির পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত।
গোকবোরা : এটি একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার মিসাইল, যা ১০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরের শত্রু বিমান ধ্বংসে সক্ষম।
এরেন : এটি একটি বহুমুখী ও উচ্চগতির অস্ত্র, যা ইউএভি, হেলিকপ্টার কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। এর সর্বোচ্চ পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি।
৩০০ ইআর : এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জেট বা ইউএভি থেকে ছোড়া যায় এবং এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সিমসেক-২ : এটি একটি উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র, যার মাধ্যমে ১৫০০ কেজি ওজনের উপগ্রহকে ৭০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা সম্ভব।
রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনচি বলেন, রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা তুর্কি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি।
On the primary day of #IDEF2025, we unveiled six new techniques that may additional strengthen the facility of our protection trade.
Every system, developed by means of nationwide engineering and indigenous capabilities, displays the extent we’ve got reached in producing superior applied sciences and pic.twitter.com/bPEI5QBQFK
— ROKETSAN (@roketsan) July 22, 2025