সরকারিভাবে বাংলাদেশ থেকে ১০০ নার্স নিয়োগ দেবে কুয়েত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।
পদ সংখ্যা ও বেতন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন ও নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স ১০ জন ও ৪০ জন নারীকে নেওয়া হবে। নির্বাচিত নার্সরা মাসে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা বেতন পাবেন। চাকরিটিতে প্রত্যেককে শিক্ষানবিশকাল (৩ মাস) শেষে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। পরবর্তী সময়ে ইনক্রিমেন্টসহ নবায়নের সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিংক : https://brms.boesl.gov.bd। লিংকটিতে নির্ধারিত তথ্য পূরণ করে ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইলে তৈরি করে ‘work expertise এর ঘরে add private’-এ আপলোড করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বৈধ Fundamental Life Assist (BLS) প্রশিক্ষণ সনদ থাকতে হবে।
সার্ভিস চার্জ ও অন্যান্য ফি
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলে সার্ভিস চার্জ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে। এ ছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের ঢাকা দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং ফিসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে বহন করতে হবে।
গত ২০ আগস্ট থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।
বিশেষ নির্দেশনা
নির্বাচিত প্রার্থী যদি ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কুয়েত যেতে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে বোয়েসেলে দাখিল করা তার পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।