সংসদ সদস্যদের বেতন-ভাতা নিয়ে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। রাজধানী জাকার্তার বাইরে অন্তত চারটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না।
সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় মাকাসারে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সিরেবোনে পার্লামেন্ট অফিসে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। বালিতেও শনিবার বিক্ষোভ হয়েছে।
এদিকে সরকার বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে। এ কারণে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।
বিক্ষোভের মধ্যে নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারোনি বেতনভাতা নিয়ে সমালোচনাকারীদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ বলায় ক্ষোভ আরও বেড়ে গেছে। পরে তার বাড়িতে লুটপাট চালায় বিক্ষোভকারীরা।
বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সরকারের এক বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র : রয়টার্স