প্রথমবারের মতো বিদেশে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা আল-দ্রৌবি। আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েই সবার নজর কেড়েছেন তিনি। লতিফা তার স্বামী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে যোগ দেন। সেখানে তিনি নারী ও শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত হন।
আন্তর্জাতিক এই কূটনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে আরব মিডিয়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন লতিফা। আগে খুব একটা জনসম্মুখে আসতেন না তিনি। এছাড়া বেশিরভাগ সময় বোরকা পরে থাকতেই দেখা যেত তাকে। তবে তুরস্কের এই ফোরামে লতিফাকে তুর্কি বোরকা ও হিজাব পরতে দেখা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ানও এ ধরনের পোশাক পরে থাকেন। সফরে এমিনির সঙ্গে সাক্ষাৎ করেন লতিফা। তাদের সাক্ষাতের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তুরস্কের ফার্স্ট লেডি। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী এবারই প্রথম বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
লতিফা ১৯৮৪ সালে সিরিয়ার হোমস শহরে জন্মগ্রহণ করেন। আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। ব্যক্তিজীবনে লতিফা তিন সন্তানের জননী।
বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হওয়া আল শারা আগে রক্ষণশীল থাকলেও; এখন পূর্বের অবস্থান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। মূলত এখন নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তার স্ত্রী লতিফাও অংশগ্রহণ করছেন।