বিশ্ব

ভারতকে ফের হুমকি বিলাওয়াল ভুট্টোর

ভারতকে ফের হুমকি বিলাওয়াল ভুট্টোর


পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন।বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এই দেশকে সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি পথ বেছে নেওয়ার হুংকার দিয়ে তিনি ওই পরিভাষা ব্যবহার করেন।

মঙ্গলবার (৬ মে) দেশটির জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ভারতসহ সারা বিশ্বকে স্পষ্ট করে জানাচ্ছি যে- সাম্প্রতিক পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ভারত তার নিজেদের অযোগ্যতার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে।

বিলাওয়াল বলেন, পাকিস্তান মাথা নত করে না। আমাদের জাতি সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তানের জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। অধিকৃত কাশ্মীরে রক্তপাত চলছে। সেখানে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চরমে পৌঁছেছে। ভারতকে কাশ্মীরিদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।

তিনি আরও দাবি করেন, পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ এবং হুমকি ভিত্তিহীন। আমি বিশ্বের কাছে স্পষ্ট করতে চাই- পাকিস্তান নিজেই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার। আমরা সব ধরনের সন্ত্রাসের নিন্দা করছি এবং আমরা নিজেরাই এর শিকার।

পিপিপি চেয়ারম্যান আরও বলেন, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। শ্রীলঙ্কা এবং কানাডার মতো দেশে ভারত-সমর্থিত সন্ত্রাসের প্রমাণ রয়েছে। তিনি ভারত সরকারের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ করেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের মনে রাখা উচিত পাকিস্তানের জনগণ কারও কাছে মাথা নত করবে না। তাদের (ভারত) সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে হবে। যেকোনো আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তানের সামরিক বাহিনী জাতির পূর্ণ সমর্থন নিয়ে কঠোর জবাব দেবে।

এর আগেও বিলাওয়াল ভারতকে হুমকি দেন। সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিন্ধুতে কোনো বাঁধ দেওয়ার চেষ্টা করা হলে পাকিস্তান মোকাবিলা করবে। এ নদীতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।