বিশ্ব

‘ভারত আক্রমণ করলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে’

‘ভারত আক্রমণ করলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে’


ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে শত শত মানুষ রাস্তায় নেমেছেন। বৃহস্পতিবার করাচি, লাহোর, মুজাফফরাবাদ ও কোয়েটায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর এএফপির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দেন। এর জবাবে পাকিস্তানে শুরু হয় বিক্ষোভ।

লাহোরে ভারত সীমান্তের কাছে এক ধর্মীয় দলের আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০০ জন। সেখানে ব্যবসায়ী আজমল বালোচ বলেন, ‘যদি ভারত যুদ্ধ চায়, তাহলে সামনে এসে ঘোষণা দিক।’

ভারত সম্প্রতি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।২৫ বছর বয়সী মুহাম্মদ ওয়াইস বলেন, ‘পানি আমাদের অধিকার। প্রয়োজনে যুদ্ধ করেই তা ফিরিয়ে আনব।’

মুজাফফরাবাদে প্রায় ৩০০ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় নেতা শওকত জাভেদ মির বলেন, ‘ভারত যদি আক্রমণের ভুল করে, তাহলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে। আমরা পাকিস্তানের জন্য জীবন দিতে প্রস্তুত।’

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়ও প্রায় ১৫০ জন প্রতিবাদে অংশ নেন।

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে, আর ভারতও চালাচ্ছে মিসাইল ধ্বংসের মহড়া। দুই দেশের এই উত্তপ্ত অবস্থার মধ্যে জাতিসংঘ ‘ধৈর্য’ ধরার আহ্বান জানালেও বিক্ষোভ ও পাল্টা হুমকিতে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।