বিশ্ব

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের


যুক্তরাষ্ট্রের কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন এক রং দেখেছেন, যা আগে কেউ চোখে দেখেনি। এই রংটার নাম দিয়েছেন ‘ওলো’। এটা এক ধরনের গাঢ় নীল-সবুজ।

এই রং খালি চোখে দেখা যায় না। বিজ্ঞানীরা বিশেষ লেজার দিয়ে চোখের ভিতরের কোষে আলো ফেলেছেন, তখনই এই রং দেখা গেছে।

গবেষণায় পাঁচজন অংশ নেন, যাদের চোখে রং দেখার ক্ষমতা স্বাভাবিক। তাদের মধ্যে কয়েকজন বিজ্ঞানীও ছিলেন। গবেষণাটি শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এ রং কোনো সাধারণ আলো বা জিনিসে দেখা যায় না, শুধু ওই বিশেষ পদ্ধতিতেই দেখা যায়। কিছু বিশেষজ্ঞ বলছেন, একে একেবারে নতুন রং বলা ঠিক হবে না— কারণ এটা মূলত চোখের কোষে আলোর আলাদা রকমের প্রভাব।

তবে যারা রং চিনতে পারেন না (কালার ব্লাইন্ড), তাদের জন্য এই গবেষণা ভবিষ্যতে কাজে লাগতে পারে বলেই বিজ্ঞানীদের আশা। তথ্য: বিবিসি





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।