বিশ্ব

মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি


গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে সরব রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের একটি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং লোহিত সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজগুলোর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সরি জানান, এই অভিযানে ধুলফিকার ও প্যালেস্টাইন-২ নামের দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে সফলভাবে আঘাত করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে ইউএসএস ট্রুমানসহ একাধিক মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে মার্কিন বিমান হামলার একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। ২০২৩ সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে এই সামরিক তৎপরতা জোরদার করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুথিদের এই হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাসে লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে হুথি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যপথে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি হামলা প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।

এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরেই ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।