বিশ্ব

মার্কিন হামলার পর দ্রুত বাড়ল তেলের দাম, আরও বাড়বে!

মার্কিন হামলার পর দ্রুত বাড়ল তেলের দাম, আরও বাড়বে!


ইরানে মার্কিন বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। বাজার খোলার পরপরই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ডব্লিউটিআই- উভয়ের দাম বেড়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়।

এএফপির খবরে বলা হয়, পরে কিছুটা কমলেও সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলার, যা ২ দশমিক ২ শতাংশ বেশি। আর ডব্লিউটিআই ছিল ৭৫ দশমিক ৯৮ ডলার, যা ২ দশমিক ১ শতাংশ বেশি।

জাপানের এমইউএফজি ব্যাংকের অর্থনীতিবিদরা জানিয়েছেন, এ যুদ্ধ কতদিন চলবে বা কী পরিণতি হবে— সে অনিশ্চয়তা থেকেই তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তারা প্রতিদিন প্রায় ৩৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। এর মধ্যে প্রায় অর্ধেক রফতানি করে, বাকি অংশ দেশেই ব্যবহার হয়।

বাজার পর্যবেক্ষকদের মতে, ইরানের ওপর যেকোনো বড় নিষেধাজ্ঞা বা যুদ্ধ তেলের সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানি দামের ওপর চাপ বাড়াবে।

তথ্যসূত্র : আলজাজিরা





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।