বিশ্ব

মেয়ের হবু বর নিয়ে পালানো নারী বললেন, আমরা একসঙ্গেই থাকব

মেয়ের হবু বর নিয়ে পালানো নারী বললেন, আমরা একসঙ্গেই থাকব


ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ে স্বপ্না দেবী নামের এক নারী তার মেয়ের হবু বর রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। স্বপ্নার মেয়ে শিবানীর ১৬ এপ্রিল রাহুলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের এক সপ্তাহ আগে ৮ এপ্রিল স্বপ্না দেবী বাড়ি থেকে টাকা ও গহনা নিয়ে পালিয়ে যান। একইসঙ্গে রাহুলও নিখোঁজ হয়ে যান। খবর এনডিটিভির।

গত সপ্তাহে এ ঘটনা জানাজানি হলে স্বপ্নার স্বামী জিতেন্দ্র কুমার থানায় নিখোঁজের অভিযোগ করেন। এর কয়েকদিন পর স্বপ্না দেবী ও রাহুল ফিরে আসেন। আলীগড় পুলিশ তাদের ১২ ঘণ্টা কাউন্সেলিং করে। স্বপ্না তার পরিবারকে জানায়, তার স্বামী ও মেয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করতেন, তাই তিনি আর তাদের সাথে থাকতে চান না। স্বপ্না দেবী ও রাহুল দুজনই একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পুলিশ তাদের চলে যেতে দেয়।

স্বপ্নার মেয়ে শিবানী অভিযোগ করেছেন যে, তার মা প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার গহনা নিয়ে পালিয়েছেন। স্বপ্না দেবীর স্বামী বলেছেন, তিনি স্বপ্না ও রাহুলকে যেতে দেবেন না, যতদিন না তারা সব টাকা ও গহনা ফিরিয়ে দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।