বিশ্ব

যখন উঠে দাঁড়াই, চারপাশে শুধু লাশ : বিমানের বেঁচে যাওয়া যাত্রী

যখন উঠে দাঁড়াই, চারপাশে শুধু লাশ : বিমানের বেঁচে যাওয়া যাত্রী


ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বিমান থেকে অলৌকিকভাব বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

লন্ডনের বাসিন্দা ৪০ বছর বয়সী রমেশ কথা বলেন হিন্দুস্তান টাইমওেসর সঙ্গে। তিনি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর তার চারপাশে মৃতদেহ দেখতে পান বলে বর্ণনা করেছেন।

হাসপাতাল থেকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব কুমার রমেশ বলেন, ‘সবকিছু এত দ্রুত ঘটে গেল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে শুধু লাশ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌড়ে গেলাম। আমার চারপাশে বিমানের টুকরো টুকরো ছিল।’

পরিবারের সঙ্গে দেখা করতে রমেশ তার ভাইকে নিয়ে যুক্তরাজ্যে ফিরছিলেন, যিনি বিমানের অন্য সারিতে বসে ছিলেন।

রমেশ বলেন, ‘আমি তাকে আর খুঁজে পাচ্ছি না’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন; শরীরেও তেমন কোনো পোড়া চিহ্ন নেই।

বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে।

পাইলট দুর্ঘটনার ঠিক আগে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।