বিশ্ব

যে কারণে ফেসবুক বন্ধ করল নেপাল

যে কারণে ফেসবুক বন্ধ করল নেপাল


ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় দেশটির কর্তৃপক্ষ।

সরকারের দাবি, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ছড়াচ্ছে, সাইবার অপরাধ বাড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে। প্রায় তিন কোটি জনসংখ্যার দেশ নেপালে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশের বেশি।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার পর্যন্ত এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দিয়েছিল। নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। অন্যথায় তাদের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় সেগুলোর সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে তাদের সেবা দেশে বন্ধ করে দিতে হয়েছে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।