বিশ্ব

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর…

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর…


ভারতের বিহারে পুর্নিয়া-আরারিয়া রুটে ‘ভোটার অধিকার যাত্রা’ সমাবেশে মোটরবাইকে চড়ে নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল গান্ধী। সে সময় নিরাপত্তা প্রটোকল ভেঙে রাহুলকে জড়িয়ে ধরে চুমু খেয়ে চড় খেলেন এক যুবক। পরে নিরাপত্তা কর্মীরা ওই তরুণকে সরিয়ে নেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লোকসভার বিরোধী দলনেতা আরজেডি নেতা তেজস্বী যাদবের সাথে যাত্রার অংশ হিসেবে বাইক চালিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী সে সময় যুবকটি নিরাপত্তা বলয় ভেঙে বাইকে বসা রাহুলকে জড়িয়ে ধরে তার কাঁধে চুমু খান। ইতোমধ্যে এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক হঠাৎ রাহুল গান্ধীর কাছে এসে তার বাম কাঁধে চুমু খাচ্ছেন, তারপর নিরাপত্তা কর্মীরা তাকে টেনে নিয়ে যান। কিন্তু রাহুল গান্ধীর দিকে আবার যাওয়ার চেষ্টা করলে ওই যুবককে থাপ্পড় মারেন নিরাপত্তা কর্মীরা। এর পর ওই যুবককে অত্র এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।