বিশ্ব

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫


পর্তুগালের রাজধানী লিবসনে জনপ্রিয় গ্লোরিয়া ফুনিকুলার রেল দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। জরুরি উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পর্তুগালের জরুরি মেডিকেল সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ছাড়া বাকি ১৩ জনের মধ্যে একজন শিশুও রয়েছে। তবে তারা সামান্য আঘাত পেয়েছেন। কর্তৃপক্ষ আরও জানায়, ফুনিকুলার দুর্ঘটনায় অনেকে আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। লিবসন মেয়র কার্লোস মোয়েডাস বলেন, পুরো রাজধানী আজ শোকাহত, এ ছাড়া এটি শহরের জন্য একটি দুঃখজনক ঘটনা।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্যাবল রেল দুর্ঘটনায় সময় এতে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উজ্জ্বল হলুদ রঙের বগিটি উল্টে গেছে এবং প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লোকজন ঘটনাস্থল থেকে হেঁটে এলাকা ত্যাগ করেন।

একজন প্রত্যক্ষদর্শী পর্তুগালের সংবাদমাধ্যম অবজারভেটরকে জানিয়েছেন, ফুনিকুলারের ব্রেক নষ্ট হয়ে যাওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনা দেখে আমরা দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যাই। কারণ ধারণা করেছিলাম নিয়ন্ত্রণহারা ফুনিকুলারটি নিচের একটি গাড়িকে ধাক্কা দেবে। কিন্তু এটি একটি ভবনের ওপর ভেঙে পড়ে।

লিবসন কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে ওই রেল গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে তার কারণ খুঁজে বের করতে দ্রুতই তদন্ত করা হবে। তবে অবজারভেটরের প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইনের একটি ক্যাবল আগে থেকে আলগা হয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে আছড়ে পড়ে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।