থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।
২০২৩ সালে কারাদণ্ড ভোগের পরিবর্তে একটি হাসপাতালের সুইটে অবস্থানের দায়ে এ রায় দেওয়া হয়।
নির্বাসন শেষে ২০২৩ সালের আগস্টে দেশে ফিরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে থাকসিনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি কখনোই কারাগারের কক্ষে রাত কাটাননি। রাজকীয় ক্ষমায় সাজা কমে এক বছরে নেমে আসে এবং পরে বয়স্ক বন্দিদের জন্য আগাম মুক্তি কর্মসূচিতে মুক্তি পান।
আদালত বলেছে, তাকে হাসপাতালে পাঠানো আইনসম্মত ছিল না এবং তার অসুস্থতা গুরুতর ছিল না। তাই হাসপাতালের অবস্থানকে কারাদণ্ড হিসেবে গণ্য করা যাবে না।
আদালত থাকসিনকে ব্যাংকক রিমান্ড কারাগারে নেওয়ার জন্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।