বিশ্ব

সৌদি থেকে ফিরেই বিমানবন্দরে জরুরি বৈঠকে মোদি

সৌদি থেকে ফিরেই বিমানবন্দরে জরুরি বৈঠকে মোদি


সৌদি আরব থেকে ভারতে পৌঁছানোর পরপরই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রটোকলের অজুহাতে কালক্ষেপণ না করে বিমানবন্দরেই বৈঠকটি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৩ এপ্রিল) সকালে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিমানবন্দরে বৈঠকে বসেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সময় এস জয়শঙ্করকে বেশ উদ্বিগ্ন দেখা যায়।

বৈঠকের শুরুতে মোদিকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে রাতেই রওনা হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে সফরের প্রথম দিন তিনি জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগত বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতেই দুই নেতা পহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবিরোধী ঐক্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের শুরুতেই পহেলগামের ঘটনা উল্লেখ করা হয়। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে হুমকি হিসেবে অভিহিত করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানান এবং এই সংকটময় সময়ে প্রয়োজনে ভারতের পাশে থাকার বার্তা দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।