বিশ্ব

হজের খুতবা শুরু | কালবেলা

হজের খুতবা শুরু | কালবেলা


পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবার পবিত্র হজ পালনে সমাবেত হয়েছেন ১৫ লাখের বেশি মুসল্লি। বুধবার (০৪ জুন) হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পবিত্র মিনায় লাখ লাখ হাজির অবস্থানের মাধ্যমে হজের অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ আরাফার দিবস। ইতোমধ্যে এ দিবসে হজের খুতবা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) ইনসাইড দ্য হারামাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরাফার খুতবা শুরু হয়েছে। মসজিদে নামিরার মিম্বার থেকে শায়খ ড. সালেহ বিন হুমাইদ খুতবা দিচ্ছেন। তিনি হজের খুতবায় মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ে খুতবায় দিক নির্দেশনা দিয়েছেন।

ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, এবার হজের খুতবা ৩৫টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলা, ইংরেজি, রাশিয়ান, চীনা, ফরাসি ইত্যাদি।

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।





Source link

Shares:
1 Comment
  • Gilberto
    Gilberto
    জুন 5, 2025 at 4:22 অপরাহ্ন

    Nice share!

    Reply
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।