বিশ্ব

হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে পাকিস্তান : ট্রাম্প

হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে পাকিস্তান : ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প আশা করছেন, ১ আগস্টের মধ্যে এসব চুক্তি শেষ হবে।

বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করতেও পারে।

এ ছাড়া তিনি জানান, দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলো শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।

ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের বাণিজ্য শুল্ক অনেক বেশি এবং তারা অন্যায় বাধা দিচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো জানানো হয়নি। সূত্র : আনাদুলু





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।