বিশ্ব

হাতি শাবকের চেয়ারে বসার চেষ্টা (ভিডিও)

হাতি শাবকের চেয়ারে বসার চেষ্টা (ভিডিও)


সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একটি হাতি শাবকের আদুরে কাণ্ড দেখে সবাই মুগ্ধ।

ভিডিওতে দেখা যায়, শাবকটি তার ছোট ছোট পা দিয়ে সাবধানে ভারসাম্য বজায় রেখে একটি চেয়ারে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। একপর্যায়ে সে চেয়ারটিকে আলতো করে ধাক্কা দেয়, আর তাতেই চেয়ারটি পড়ে যায়।

আশপাশের মানুষজন শাবকটির এই ‘আদুরে রাগ’ ক্যামেরাবন্দি করেন, যা মুহূর্তেই সবার মন কেড়ে নেয়।

পরের দৃশ্যে দেখা যায়, শাবকটি মাটিতে পড়ে থাকা ভাঁজ করা চেয়ারটিকে শুঁড় দিয়ে নেড়েচেড়ে দেখছে, যেন সেটি খুলতে চাইছে এবং আরও একবার চেষ্টা করার জন্য প্রস্তুত হচ্ছে। ভিডিওটির ক্যাপশন লেখা ছিল থাই ভাষায়। যার মর্মার্থ ‘চেয়ারে একটু শান্তভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু চেয়ার বোঝে না।’

এই ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হাতি শাবকের এই কাণ্ড দেখে বিমোহিত হয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ছোট্ট হাতির জন্য আরও বড় চেয়ার দরকার, কী মিষ্টি!’

সবার মন ছুঁয়ে যাওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামে @tuskershelter নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি থাইল্যান্ডের, কারণ এর ক্যাপশনটি থাই ভাষায় লেখা ছিল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।