প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিন বেট নিরাপত্তা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে বেছে নিচ্ছেন। সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি আশের গ্রুনিসের নেতৃত্বে সিনিয়র অ্যাপয়েন্টমেন্টস অ্যাডভাইজরি কমিটিকে তিনি বিষয়টি জানিয়েছেন।
১১ সন্তানের জনক জিনি আইডিএফ ট্রেনিং কমান্ড এবং জেনারেল স্টাফ কর্পসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীতে হারেদি সৈন্যদের নিয়োগের অগ্রগতির জন্যও দায়িত্ব পালন করেছেন।
তিনি তার স্ব-বর্ণিত ‘মসিহানিক’ দৃষ্টিভঙ্গির কারণে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। এমনকি শিন বেটের অনেক কর্মকর্তা তাকে চান না। তিনি যদি এই সংস্থার দায়িত্ব গ্রহণ করেন তবে পদত্যাগ করার হুমকি দিয়েছেন অসন্তুষ্টরা।
নিয়োগ প্যানেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, সেবা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন প্রার্থীর দিকে নজর রেখেছিলাম। এ ছাড়া ৭ অক্টোবরের শিন বেটের পরিণতির দিকে মনোযোগ দেওয়ার পর আমি সংস্থার পদমর্যাদার বাইরে থেকে আসা একজন নতুন শিন বেট প্রধানকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছি।
নেতানিয়াহু মে মাসে সংস্থার প্রধান হিসেবে জিনিকে মনোনীত করেছিলেন। এই নিয়োগ শুরু থেকেই বিতর্কের বিষয় ছিল
। কারণ শিন বেটের প্রধান রোনেন বারকে অপসারণ নিয়েই প্রথম বিতর্ক শুরু হয়। এরপর জিনির বিষয়টি ধামাচাপা পড়ে। কিন্তু নেতানিয়াহু তার মনোনয়নের ওপরই অটল থাকেন।