বিশ্ব

৫ মিনিট জড়িয়ে ধরেই আয় করছেন ৮০০ টাকা

৫ মিনিট জড়িয়ে ধরেই আয় করছেন ৮০০ টাকা


পড়াশোনা, ঘর কিংবা কাজের চাপ- সব মিলিয়ে হাঁপিয়ে উঠছেন অনেক নারী। কিন্তু ব্যস্ত জীবনে সময় বের করে কোথাও যাওয়ারও নেই উপায়। এমন নারীদের জন্য এবার নতুন এক ব্যবসা খুলে বসেছেন একদল পুরুষ। টাকার বিনিময়ে দিচ্ছেন আলিঙ্গন করার সুযোগ।

নির্ধারিত বৈশিষ্ট্যের অধিকারী পুরুষদের মাত্র কয়েক মিনিট জড়িয়ে ধরার সুযোগ পান নারীরা। এজন্য তাদের দিতে হয় ৮০০ টাকা। শুনলে অদ্ভুত হলেও নতুন এই ব্যবসা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এমন সেবাও নিচ্ছেন দেদারসে।

স্ট্রেস দূর করতে পুরুষদের জড়িয়ে ধরছেন নারীরা। ব্যবসার এমন সুযোগ পেয়ে ম্যান মাম হিসেবে পরিচিতি পাওয়া এই পুরুষরা আলিঙ্গনের বিনিময়ে আদায় করছেন টাকা। অবশ্য প্রকাশ্যেই চলছে এমন ব্যবসা। আন্ডারগ্রাউন্ড স্টেশন কিংবা শপিং সেন্টারে সবার সামনেই পুরুষদের জড়িয়ে ধরছেন নারীরা। আবার কাঙ্ক্ষিত পুরুষদের খুঁজতে ইন্টারনেটে সার্চও করছেন তারা।

চীনে হঠাৎ করেই নারীদের কাছে এ ধরনের কয়েক মিনিটের স্ট্রেস রিলিভিং হাগ বা আলিঙ্গন জনপ্রিয়তা পেয়েছে। তরুণীদের ইন্টারনেট সার্চের কারণে চীনের মূল ভূখণ্ডে কথিত ম্যান মামরা ট্রেন্ডিং হয়ে উঠেছে। জিমে গিয়ে যাদের পেশি হয়েছে পাশাপাশি নারীদের মতো নমনীয় ও ধৈর্য বেশি, এমন পুরুষদের ম্যান মাম হিসেবে বর্ণনা করা হয়।

সম্প্রতি এক শিক্ষার্থী অনলাইনে এক পোস্টে লিখেন, থিসিসের চাপ কমাতে তিনি একজন দয়ালু ম্যান মামকে আলিঙ্গন করতে চান। মাধ্যমিক স্কুলে থাকতে তিনি একবার একজন ম্যান মামকে জড়িয়ে ধরিয়ে ছিলেন বলেও জানান। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। এতে কমেন্ট পড়ে লাখের বেশি। চীনের অন্য শহরের নারীরাও আলিঙ্গন করতে অনলাইনে পোস্ট দিচ্ছে।

সাধারণত আন্ডারগ্রাউন্ড স্টেশন বা শপিং সেন্টারে এ ধরনের আলিঙ্গন ঘটে থাকে। প্রতিটি আলিঙ্গনের জন্য ২০ থেকে ৫০ ইউয়ান বা সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত গুনতে হয়। এভাবে এক ব্যক্তি অন্তত ২৯ হাজার টাকা আয় করেছেন। তবে এমন ট্রেন্ড অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এর পক্ষে থাকলেও বিপক্ষে মত দিচ্ছেন অনেকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।