রাজনীতি

অদৃশ্য শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে : চরমোনাই পীর

অদৃশ্য শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে : চরমোনাই পীর


নুরের ওপরে হামলার ঘটনায় সরকারের অবস্থা দেখে মনে হয় দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে যান এবং সমবেদনা জ্ঞাপন করে তার পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরুল হকের ওপরে যেভাবে হামলা হয়েছে তাতে পরিষ্কার যে, সুনির্দিষ্টভাবে নুরকে টার্গেট করেই হামলা করা হয়েছে। হামলার পরে সরকারের উপদেষ্টাদের কথা ও আচরণ আমাদের আরও ভাবিত করে তুলেছে। আইন উপদেষ্টা হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা এই হামলাকে ষড়যন্ত্র বলে অবহিত করেন, আর প্রধান উপদেষ্টা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু নুরকে কার আদেশে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেও কেউ ব্যবস্থা নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা সরকার হিসেবে যাদের দেখি তাদের চেয়েও বড় কোনো শক্তি রাষ্ট্রে ক্রিয়াশীল আছে অথচ তারা কারা তা জাতি জানে না। একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রে এই পরিস্থিতি স্বাভাবিক না।

তিনি বলেন, জাতি এই রহস্য জানতে চায়। সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায় তা জাতি জানতে চায়। সরকার নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু ঢাকাতেই দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার নিরাপত্তার যদি নিশ্চয়তা না থাকে তাহলে কোন ভরসায় দেশের সকল রাজনীতিক নির্বাচনের কাজে মাঠে নামার সাহস পাবে?

এসময় চরমোনাই পীরের সঙ্গে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ নেতারা ছিলেন। তিনি নুরের সুস্থ্যতার জন্য দোয়া করেন এবং রাজনৈতিক সংগ্রামে নুরের পাশে থাকার আশ্বাস দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।