রাজনীতি

অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল

অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। পাশাপাশি সেই আলোকে সংস্কার বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী পল্টন থানা সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যেখানে দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, সেখানে নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি চালু করতে গড়িমসি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিধান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেও কার স্বার্থে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালু করতে আপত্তি করছে।

তিনি আরও বলেন, যারা ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিয়ে আর আন্দোলনের মাঠে আসেনি, তাদের রাজনৈতিক শক্তি জনগণের জানা আছে। একটা বালুর ট্রাক সরাতে না পারা দল গণঅভ্যুত্থান পরবর্তী লম্বা লম্বা কথা বলে। জুলাই আন্দোলন চলাকালীন যেই দলের মহাসচিব মিডিয়ার সামনে বলেছেন, ছাত্রদের আন্দোলনের সঙ্গে তার দলের কেউ জড়িত নয়, আন্দোলন পরবর্তী তারা নিজের গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করা শুরু করল।

ইদানীং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি নতুন বাংলাদেশ পেয়েছে সেই জুলাইকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে জুলাই বারবার ফিরে আসবে বলে তিনি হুঁশিয়ার দেন। আগামী নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও পাথর দিয়ে মানুষ হত্যাকারীদের ৩৫ শতাংশ তরুণ ভোটের মাধ্যমে বয়কট করবে বলে মন্তব্য করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, পল্টন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।