রাজনীতি

অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের

অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের


বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

এ সময় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি।

রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজার এবং ইন্দিরা রোড এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নীরব এসব কথা বলেন। পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়।

সাইফুল আলম নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-১২ আসনের প্রতিটি অলিগলিতে আমরা মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে।

শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমপূর্ব আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিসিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।