রাজনীতি

অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার : স্বপন

অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার : স্বপন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণই এখন দলের প্রধান লক্ষ‍্য। তা অর্জন করার জন‍্যই অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার।

বুধবার (০৯ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওর এক রেস্তোরাঁয় বিএনপি জাপান শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বপন বর্তমানে জাপান সফরে রয়েছেন।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, ফয়সাল সালাহউদ্দিন ও কাজী এনামুল হক ইকবাল প্রমুখ। এসময় বাংলাদেশে অবিলম্বে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারাও।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।