রাজনীতি

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন


রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে মাসুদ কামালের সাথে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন।

এ ছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সাথেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি জামিল হোসেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মাসুদ কামালের জন্য মৌসুমি বিভিন্ন ফল নিয়ে যান।
প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।