রাজনীতি

আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী পালিত | কালবেলা

আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী পালিত | কালবেলা


কোরআন খতম, কবর জিয়ারত, শীতবস্ত্র ও খাবার বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে মরহুম কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ‘আমরা বিএনপি পরিবার’সহ বিভিন্ন সংগঠন পৃথক শ্রদ্ধা জানিয়েছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচিতে বিএনপির রুহুল কবির রিজভী, মীর সরফত আলী সপু, আসাদুল করীম শাহিন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া বিএনপির ড. আব্দুল মঈন খান, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, আমিনুল হক, আতিকুর রহমান রুমন প্রমুখ অংশগ্রহণ করেন।

এ ছাড়া বাদ জুমা ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। পল্লবী থানা বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ এবং থানা যুবদলের আয়োজনে দুস্থ-এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।