রাজনীতি

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’


ঢাকা মহানগর উত্তরের অধীন কোনো এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাউকে একটি পয়সাও চাঁদা দিতে হবে না বলে জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, শুধু পয়সা কেন, কাউকে এক কাপ চা-ও খাওয়াতে হবে না। কেউ চাইবেও না। কারণ, বিএনপি কখনো চাঁদাবাজি-দখলদারিতে বিশ্বাস করে না। মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর উত্তরার দক্ষিণখানে পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কন্টাকটর ও ইঞ্জিনিয়ারকে আশ্বস্ত করে কফিল উদ্দিন এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে দক্ষিণখান ফরদাবাদ চৌরাস্তা থেকে শুরু করে চাপড়া মসজিদ, টিআইসি কলোনি ও জয়নাল মার্কেট পর্যন্ত এই পাকা রাস্তা নির্মিত হবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।