রাজনীতি

উপদেষ্টা পরিষদ গঠনে এনসিপির সার্চ কমিটি গঠন

উপদেষ্টা পরিষদ গঠনে এনসিপির সার্চ কমিটি গঠন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদ গঠনে ১২ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে দলটি।

শুক্রবার (১৬ মে) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। কমিটির সদস্যরা হলেন- তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দিন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল ও খান মুহাম্মদ মুরসালীন।

এর আগে দলের চতুর্থ সাধারণ সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সব নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।