রাজনীতি

এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে যারা

এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে যারা


মিডিয়া সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ সেলের অনুমোদন দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন মিডিয়া সেলের সম্পাদক করা হয়েছে মুশফিক উস সালেহীনকে এবং সহসম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে।

এ ছাড়া সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম তুহিন, মীর আরশাদুল হক, আসাদুল্লাহ আল গালিব, দিলশানা পারুল, খান মুহাম্মদ মুরসালীন, মো. মাহাবুব আলম, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তৌহিদ হোসেন মজুমদার, মীর হাবীব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।