রাজনীতি

কারও ফাঁদে পা দেওয়া যাবে না : মুরাদ 

কারও ফাঁদে পা দেওয়া যাবে না : মুরাদ 


ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচন শুধু বিলম্বিত নয়, বানচাল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি মহল আপনাদের নানা ফাঁদে ফেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২২ গ্রামের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ বর্ধিত সভা।

দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তারেক রহমান ঘোষিত আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্যমূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে ও দেওয়ান সাইদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এমএ জলিল, খন্দকার আইয়ুব, সাইফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।