রাজনীতি

কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন নাছির

কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন নাছির


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় সাক্ষাৎ করতে যাবেন তিনি।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ৩টায় মায়ের কবর জিয়ারত এবং ৪টায় নাজিমের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। ওই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর নেতাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার নির্দেশ প্রদান করা হলো।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।