রাজনীতি

কৃষকদলের হবিগঞ্জ ও মাগুরা জেলার কমিটি বিলুপ্ত 

কৃষকদলের হবিগঞ্জ ও মাগুরা জেলার কমিটি বিলুপ্ত 


মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল-হবিগঞ্জ জেলা শাখা ও মাগুরা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দুই জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল-হবিগঞ্জ জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. মফিজুর রহমান বাচ্চুকে আহ্বায়ক ও মো. হাসবি সাঈদ চৌধুরীকে সদস্য সচিব করে ১২ (বারো) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং মাগুরা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. রুবাইয়াত হোসেন খানকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম হীরাকে সাধারণ সম্পাদক করে ০২ (দুই) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আংশিক কমিটি গঠিত হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ ওই দুটি কমিটি অনুমোদন করেছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।