রাজনীতি

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির যে প্রস্তুতি

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির যে প্রস্তুতি


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৬ মে মঙ্গলবার (৬ মে) সকাল সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে, অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিকনির্দেশনা দিয়েছে বিএনপি।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে এ দিকনির্দেশনা দেন।

মহানগর উত্তর বিএনপিকে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদলকে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেতে, যুবদলকে খিলক্ষেত থেকে হোটেল রেডিশন, মহানগর দক্ষিণ বিএনপিকে হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দলকে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দলকে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় ও শ্রমিক দলকে কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করতে বলেন রিজভী।

এছাড়া ওলামা দল,তাঁতী দল, জাসাস ও মৎসজীবী দলকে বনানী শেরাটন হোটেল থেকে বনানীকাঁচাবাজার পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠনকে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত অবস্থান করার নির্দেশনা দেন তিনি।

এছাড়াও মহিলা দলকে গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতাদের গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড ও বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মী, যার যার সুবিধামতস্থানে অবস্থান করবেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী আরও বলেন, বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সব নেতা-কর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটর সাইকেল এবং হাঁটা সম্পূর্ণরূপে নিষেধ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।