রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি প্রবীণদের হাতে উপহারসামগ্রী তুলে দিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রবীণদের চোখে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। সেখানে প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

সভায় কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল‍্যাণ কামনা করেই আজকের এই আয়োজন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।