রাজনীতি

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন ইশরাক

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন ইশরাক


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় খাল পরিষ্কার করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর থানার ৪৪নং ওয়ার্ডে অবস্থিত বেগমগঞ্জ খাল ও সংলগ্ন এলাকা পরিষ্কার করে কীটনাশক স্প্রে করা হয়। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কের ডিভাইডার ও পাশে বৃক্ষরোপণ করেন ইশরাব।

ইশরাক হোসেন জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন খাল পরিষ্কার করা হয়। সেইসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মী, সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।