রাজনীতি

গাজা, লেবাননসহ বিশ্বের সব নিপীড়িত জনগণের সঙ্গে সংহতি জানিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি

গাজা, লেবাননসহ বিশ্বের সব নিপীড়িত জনগণের সঙ্গে সংহতি জানিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি


গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে জানান, ইহুদীবাদী যুদ্ধবাজ ইসরায়েলের নিন্দিত দানব প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা এলাকায় শান্তি প্রতিষ্ঠার পর হঠাৎ করে বিনা উসকানিতে গাজা এলাকার হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থাসহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে।

পবিত্র মাহে রমজান মাসেও যুদ্ধবিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত গাজা এলাকায় জাতিসংঘসহ বিভিন্ন দেশের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।

অন্যদিকে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর আমেরিকার মদতে সিরিয়ার মালভূমি এলাকার বহুভূমি ইসরায়েল দখল করে নিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ তার সাম্রাজ্যবাদী দখলদারিত্বের অংশ হিসেবে হিজবুল্লাহ, হোযি প্রভূতি সংগঠনগুলোকে ধ্বংসের অজুহাতে লেবাননসহ বিভিন্ন দেশ সরাসরি এবং ইসরায়েলের মাধ্যমে বিমান হামলা এবং নৌ-হামলা চালিয়ে সাধারণ নিরীহ জনগণকে হত্যা করছে।

মধ্যপ্রাচ্যের স্বাধীনচেতা একমাত্র দেশ ইরানের সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টায় অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশসহ সারা দুনিয়ার শান্তিকামী, স্বাধীনতা-িসার্বভৌমত্বে বিশ্বাসী এবং নিপীড়িত মানুষ কোনো কারণেই মেনে নিতে পারে না। আমরা গণতন্ত্রী পার্টিও ফিলিস্তিন, গাজা, লেবানন প্রভৃতি দেশের সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদ যাতে ইসরায়েলকে সব অমানবিক কার্যক্রম থেকে বিরত রাখে সে আহ্বান জানাচ্ছি।

ইরানের সার্বভৌমত্বে যাতে মার্কিন সাম্রাজ্যবাদ কোনো হুমকি সৃষ্টি না করে সে আহ্বানও জানাচ্ছি। ঠুঁটো জগন্নাথ জাতিসংঘকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।