ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৬ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, পলাতক খুনি হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতদিন যারা নিজেরাই আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।
নেতারা আরও বলেন, জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি যাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভাল কিছু আশা করাটাও দুরূহ।
এছাড়াও এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।