রাজনীতি

ড. ইউনূসের জন্মদিনে কেক ও ফুল পাঠালেন তারেক রহমান

ড. ইউনূসের জন্মদিনে কেক ও ফুল পাঠালেন তারেক রহমান


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা নিয়ে যান দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর ৮৫তম জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার অফিসে নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ‘ফুলের তোড়া ও কেক’ গ্রহণ করেন।

এ সময় প্রধান উপদেষ্টা ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।