রাজনীতি

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার


ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।