রাজনীতি

দক্ষিণাঞ্চলে পর্যটন হাব তৈরির উদ্যোগ নিতে হবে : এবি পার্টি

দক্ষিণাঞ্চলে পর্যটন হাব তৈরির উদ্যোগ নিতে হবে : এবি পার্টি


পটুয়াখালীর কুয়াকাটাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তীরবর্তী বরিশাল বিভাগকে পর্যটন অঞ্চলে পরণিত করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সারা দেশের পর্যটকদের উৎসাহিত করার জন‍্য কুয়াকাটাতে একটা বিমানবন্দর নির্মাণ জরুরি, পাশাপাশি বরিশাল বিমানবন্দরে ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচলের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, পাশাপাশি স্থানীয় অবকাঠামো বিনির্মাণের উদ্যোগ নিতে হবে যাতে করে নিরাপদ ও সহজলভ্য পর্যটনশিল্প গড়ে উঠতে পারে। ব্রিটিশ আমল থেকে চলমান ঐতিহ্যবাহী পর্যটনবান্ধব স্টিমার সার্ভিস এমভি বাঙালি, মধুমতি, পিএস মাসুদ, অসট্রিচ, টার্ন/ল্যাপচা, যেভাবে ঢাকা-কোলকাতা-বরিশাল দাপিয়ে বেড়িয়েছে, সেগুলোকে আবারও ফিরিয়ে আনতে হবে। এতে করে পুরো দক্ষিণাঞ্চলে সাগরভিত্তিক পর্যটনের অপার সম্ভবনার দ্বার উন্মুক্ত হবে।

এসব দাবিতে রোববার (১ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ আকিজ উদ্দিনকে স্মারকলিপি প্রদান করেছে এবি পার্টি। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান এবং সহঅর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

স্মারকলিপি প্রদানকালে ব‍্যারিস্টার ফুয়াদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ৬ লেইনে উন্নীত করবে জান-মালের প্রতিদিনকার হেফাজত ও বাণিজ্যিক সুবিধার্থে। পাশপাশি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে একটি সেতু নির্মাণ করে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলাকে বাবুগঞ্জ ও বরিশাল শহরের সঙ্গে সংযুক্ত করবার জন্য – বরিশালবাসী এজন‍্য কৃতজ্ঞ। আমরা দাবি করছি যে, এই দুটো স্থাপনাকে ঘিরে মনোমুগ্ধকর পর্যটন হাব তৈরি করার উদ্যোগ নিতে হবে। সরকারি জমি যেহেতু অধিগ্রহণ চলমান আছে, এখন পরিকল্পনা করলে পেশাদার ডিজাইনারকে দিয়ে অনেক কম খরচে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করি আমরা।

এসময় উপদেষ্টা গুরুত্ব সহকারে এবি পার্টির বক্তব‍্য শোনেন, অন্তর্বর্তী সরকারের আর্থিক সঙ্গতির ঘাটতি ও ঋণভিত্তিক রাষ্ট্রীয় নীতিমালার সংকট তুলে ধরেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।