রাজনীতি

দলীয় শৃঙ্খলা ফেরাতে এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন

দলীয় শৃঙ্খলা ফেরাতে এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়েছে।


রোববার (২০ এপ্রিল) রাতে এনসিপির তৃতীয় সাধারণ সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়।


শৃঙ্খলা কমিটির প্রধান হলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। এ ছাড়া সদস্য হিসেবে আছেন ডা. ভাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান, সাইয়েদ জামিল।


এর আগে গত শুক্রবার দলের তৃতীয় সাধারণ সভায় নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে একটি শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়।

সভা শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠায় সভায় সর্বসম্মতিক্রমে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।