রাজনীতি

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান


দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরেছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ইউকে জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল খান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল তিনটায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন জিয়া পরিষদের এই নেতা।

ঢাকায় বিমানবন্দরে পৌঁছালে জিয়া পরিষদ ও নিজ জেলা চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপির নেতাকর্মী এবং আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল সংবর্ধনা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মোস্তফা কামাল, আবু সাঈদ খোকা, হানিফ, সোহরাব হোসেন, ফাইজুজ সালেহীন, নুরতাজ বেগম প্রমুখ। আব্দুল জলিল খান কিছুদিন ঢাকায় অবস্থান করবেন।

আব্দুল জলিল খানের ঘনিষ্ঠজনরা জানান, প্রবাসের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি আওয়ামী সরকারের রোষানলে পড়েন। সেই কারণে দীর্ঘদিন তিনি নিজ দেশে ফিরতে পারেননি।

জিয়া পরিষদ নেতা আব্দুল জলিল খানের ঘনিষ্ঠজনরা আরও জানান, জলিল খান ১৯৯১ সালে ছাত্র ভিসা নিয়ে ইউরোপের দেশ অস্ট্রিয়া পাড়ি জমান। সেখানে তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। এরপর পড়াশোনা করতে ১৯৯২ সালে ফ্রান্সের প্যারিসে যান। ফ্রান্স বিএনপিকে শক্তিশালী করতে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরই মাঝে ১৯৯৭ সালে গ্রীস বিএনপি প্রতিষ্ঠা করেন।

একপর্যায়ে সপরিবারে স্পেনে পাড়ি জমান এবং স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। স্পেনে থাকাকালীন অবস্থায় ২০০৫ সালে একটি মাসিক পত্রিকায় দীর্ঘদিন সম্পাদক ছিলেন। দূতাবাসসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা পত্রিকায় তুলে ধরেন। জলিল খানের ঘনিষ্ঠজনদের দাবি, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আওয়ামী লীগ সরকার মোহাম্মদ আব্দুল জলিল খানের বিরুদ্ধে বাংলাদেশে মিথ্যা মামলা দায়ের করে।

তারা জানান, ওয়ান-ইলেভেনে ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে ইউরোপ, অমেরিকা, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়ায় বসবাসরত বিএনপি’র নেতাকর্মীদের টেলি-কনফারেন্সের মাধ্যমে ঐক্যবদ্ধ করেন আব্দুল জলিল খান।

জানা যায়, ২০০৬-‘০৭ সালের দিকে আব্দুল জলিল খান দেশে এসেছিলেন। পরে তিনি আবার বিদেশে পাড়ি জমান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।