ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আহ্বানে সাড়া দিয়ে ‘কলম’ প্রতীকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ন্যূনতম শর্ত পূরণ করে রোববার (১ জুন) আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদনপত্রটি কমিশনের দায়িত্বশীল কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় জাগ্রত পার্টির চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানী আক্তার, আনজুমান আরা শিল্পী, দলীয় মূখপাত্র ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোজাককের বারী, জাবেদ ইকবাল ও সাইফুল ইসলামসহ আরও অনেকে।
রাতে বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র ও প্রেস অ্যান্ড মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ফ্যাসিবাদের পতন ও জুলাই বিপ্লবের পটভূমিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর রাষ্ট্র পুনর্গঠনে ‘পরিচ্ছন্ন ও তারুণ্যের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় নতুন পথের মুখপাত্র হিসেবে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ জন্ম নেয়।
এরপর কমিশন নির্ধারিত জেলা, উপজেলা ও পৌর-মহানগরের ন্যূনতম কমিটি গঠন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ জাগ্রত পার্টি আগে রাষ্ট্র সংস্কার ও বিচার এবং এরপরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষের শক্তি হিসেবে নিবন্ধনের প্রত্যাশায় আবেদনপত্র জমা দেয়।