রাজনীতি

নির্বাচনের জন্য এখনো দাবি জানাতে হয়, এটা দুর্ভাগ্যের : লায়ন ফারুক

নির্বাচনের জন্য এখনো দাবি জানাতে হয়, এটা দুর্ভাগ্যের : লায়ন ফারুক


ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ ১৫-১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। এরপর এখনো আমাদের নির্বাচনের জন্য দাবি জানাতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, ‘শেখ হাসিনার দোসররা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উঁকিঝুঁকি মারে। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান সংকট থাকত না। তাই সরকারের উচিত, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। যদি নির্বাচন বিলম্বিত হয়, সংকট আরও বাড়বে, যা দেশবাসীর জন্য সুখকর হবে না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনূস জনআকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিয়ে তার সুনাম অক্ষুণ্ন রাখবেন, জনগণের কাছে প্রশংসার দৃষ্টান্ত স্থাপন করবেন।’

ফারুক রহমান আরও বলেন, ‘পুরো বাংলাদেশ আজ লাইফ সাপোর্টে। স্বাস্থ্য খাতের আজ করুণ পরিণতি। এ জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা।’

এ সময় গুম-খুন ও জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।