গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান মির্জা আব্বাস। এরপর নুরুল হক নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।
হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিস্তারিত সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
এ সময় মির্জা আব্বাস বলেন, নুর অত্যন্ত সাহসী এক তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তবে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি শিগগিরই আগের মতো শক্তভাবে ফিরে দাঁড়াবেন।
ঘটনাস্থলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে নুরুল হক নুরের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
এর আগে, ২৯ আগস্ট রাতের দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।