রাজনীতি

পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব

পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব


পদ হারালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (৩০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

যদিও এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করার অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, তিনি (রাকিব) সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি অসুস্থ, বিশ্রাম নাও।

সূত্র জানায়, রাকিবের পদ চলে যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া।

যদিও এ বিষয়টি অস্বীকার করেছেন আবু আফসান ইয়াহিয়া। তিনি কালবেলাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

বিস্তারিত আসছে…





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।