এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন হলুয়াঘাট পৌর এলাকার পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষাসামগ্রী বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) হলুয়াঘাট সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়, হলুয়াঘাট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়া অন্যান্য কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষাসামগ্রী বিতরণ করেন ।
এসময় পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য তার পক্ষ থেকে অভিভাবক ছাউনিও উদ্বোধন করেন। তিনি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন শুভ কামনা করে তাদের সাফল্য কামনা করেন ।
একই সাথে এমরান সালেহ প্রিন্সের পক্ষ থেকে ধোবাউড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যেও পরীক্ষাসমগ্রী বিতরণ করা হয়। হালুয়াঘাট ও ধোবাউড়া দুই উপজেলা এবিং হালুয়াঘাট পৌর এলাকার প্রায় চার হাজার পরীক্ষার্থীর মাঝে পরীক্ষাসমগ্রী বিতরণ করা হচ্ছে। পরীক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ফাইল, কলম, পেনসিল, স্কেল, রাবার, শার্পনার।
এসময় হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্রদলের আহবায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর উপস্থিত ছিলেন ।