রাজনীতি

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত


নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর পদ্ধতিতে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন আয়োজন করার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১ সেপ্টেম্বর) আলোচনায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া সভায় দলের নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি বৈঠকে জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠকেও জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।