রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ


ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে ‘আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সব ভাষাভাষী, ধর্মাবলম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলেই একটি জাতি গঠন হয়।’

বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পরও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে যাদের আলাদা করতে চাই, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।’

এ সময় ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।